বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন সংক্রান্ত নানা মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
বার্তায় আরও বলা হয়, জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে যেন কেউ এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হন। সেনাবাহিনী পেশাদারিত্ব ও সংবিধানসম্মত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
ফেসবুক পোস্টটির সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও যুক্ত করেছে সেনাবাহিনী, যাতে বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়।







