তুরস্কের ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় গাজায় গণহত্যা ও হিন্দ রাজাব হত্যাকাণ্ডের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাট্জ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ মোট ৩৬ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা, গণহত্যা, ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে এসব ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক গ্রেপ্তারি অনুরোধ (রেড নোটিশ) জারি করা হতে পারে।

ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয় আরও জানিয়েছে, গাজায় চলমান অভিযানে হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও ত্রাণকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনাগুলোও তদন্তের আওতায় আনা হয়েছে। এই পদক্ষেপকে তুরস্কের পক্ষ থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







