রাজধানীর টিটিপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি শেষে অবশেষে রেলওয়ে আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে যান চলাচলের জন্য এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
আন্ডারপাস চালুর ফলে মিরপুর ও আগারগাঁও এলাকার সংযোগ আরও সহজ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে রেললাইন পারাপারে তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা ছিল নিয়মিত। এখন এই আন্ডারপাস চালুর ফলে সময় ও ভোগান্তি দুটোই কমবে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই আন্ডারপাসে পর্যাপ্ত আলোকসজ্জা ও পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বর্ষাকালেও চলাচলে কোনো সমস্যা না হয়।
স্থানীয় বাসিন্দারা রেলওয়ে কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি আমাদের বহুদিনের দাবি ছিল। এখন স্কুল, অফিস ও হাসপাতালে যাতায়াত আরও সহজ হবে।”







