আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ইস্তাম্বুল শান্তি আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইসলামাবাদ। দীর্ঘদিন ধরে সীমান্ত উত্তেজনা কমানো ও দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এ আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। তবে আমরা আপাতত যুদ্ধবিরতি বজায় রাখব—যতক্ষণ পর্যন্ত আফগান মাটি থেকে কোনও সশস্ত্র হামলা না আসে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যদি আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের ওপর আবারও কোনও হামলা চালানো হয়, তাহলে আমাদের সেনাবাহিনী পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান সীমান্তে বেড়ে ওঠা সহিংসতা ও জঙ্গি হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদ আর কোনো ছাড় দিতে রাজি নয়। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের ভেতর থেকেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সদস্যরা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, টিটিপি একটি পাকিস্তানি সমস্যা, যার দায় আফগানিস্তানের নয়।
বিশ্লেষকরা বলছেন, ইস্তাম্বুল আলোচনার ভেস্তে যাওয়া দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলবে। বিশেষ করে সীমান্তে বারবার হামলার ঘটনা ও জঙ্গি আশ্রয়ের অভিযোগের কারণে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এখন চরমে পৌঁছেছে।
তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠক থেকে দুই পক্ষের শান্তি ও সহযোগিতার বার্তা আসার আশা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি না হওয়ায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।







