রাজধানীতে শিক্ষক-কর্মচারীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি হয়। এসময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে।
পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো উসকানি ছাড়াই পুলিশ বাধা দিয়েছে। তারা দাবি করেন, “আমরা শুধু বেতন বৈষম্য নিরসন ও স্থায়ী নিয়োগের দাবিতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলাম।”
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই সড়কে সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।







