ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একাধিক শর্তে পদত্যাগে সম্মতি জানিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, মাদুরো যুক্তরাষ্ট্রের কাছে তিনটি নির্দিষ্ট শর্ত পূরণের দাবি জানিয়েছেন।
প্রথমত, যুক্তরাষ্ট্র যেন তার বিরুদ্ধে ঘোষিত ক্ষমা (amnesty) প্রদান করে;
দ্বিতীয়ত, তাকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষিত ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার (bounty) প্রত্যাহার করে নেয়;
তৃতীয়ত, তাকে ও তার ঘনিষ্ঠ পরিবারকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নির্বাসনের সুযোগ দেয়।
ওয়াশিংটনের নীতি-নির্ধারক মহলে মাদুরোর এই প্রস্তাব নিয়ে নীরব আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তার গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও মাদুরো সরকারের মধ্যে সম্পর্ক কার্যত ছিন্ন রয়েছে।







