অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলের আগ্রাসন। নতুন করে বোমা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গত এক মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও, তারপর থেকে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
শনিবারের হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, ইসরাইলি সেনারা যুদ্ধবিরতির পরও ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অজুহাতে সাধারণ মানুষকে গুলি করছে। এই লাইনটি আসলে কোনো স্পষ্ট সীমারেখা নয়; ফলে প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন।
ইসরাইলি বাহিনীর ফেলে রাখা বোমার বিস্ফোরণেও প্রাণ যাচ্ছে বহু মানুষের, শিশুরাও বাদ নয়।
স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইসরাইল গাজায় ফেলেছে প্রায় দুই লাখ টন বোমা, যার মধ্যে ৭০ হাজার টন এখনো নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে।







