বরিশালের কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়।
ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার।
প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, “রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান ফারুক সাহেবের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
অধ্যাপক জব্বার আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।”







