সরকার পরিবর্তনের পরও সরকারি ওয়েবসাইটে এখনো সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নাম রয়ে গেছে—এমন একটি অস্বাভাবিক তথ্য সম্প্রতি নজরে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (NILMRC) ওয়েবসাইটে (https://nilmrc.portal.gov.bd) এখনো স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহিদ মালেকের নাম।
রোববার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে বর্তমানে দায়িত্বে থাকা নুরজাহান বেগমের নাম সেখানে নেই। এমনকি ওয়েবসাইটের কভার ছবিতেও রয়েছে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

শুধু জাহিদ মালেকই নন, ওয়েবসাইটে স্বাস্থ্যসচিব হিসেবে এখনো দেখা যাচ্ছে ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের নাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নামও রয়েছে—যারা সবাই বর্তমানে সাবেক।
উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার হলো আগারগাঁওয়ে অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান, যেখানে স্বল্পমূল্যে উন্নতমানের বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
জাহিদ মালেক ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই মেয়াদেও মানিকগঞ্জ-৩ আসন থেকে এমপি ছিলেন। তিনি ২০১৪ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ২০১৯ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত পদে ছিলেন। পরে তার স্থলাভিষিক্ত হন ডা. সামন্ত লাল সেন।







