টেলিফোন আলাপে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, “আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন।” জবাবে সালমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও জানিয়েছেন।
এর আগে একাধিক অডিও ফাঁস হয়, যেখানে শেখ হাসিনার মার্শাল ল জারির পরিকল্পনা, তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজীবকে দিয়ে বিক্ষোভ দমনে সেনাবাহিনী দিয়ে গুলি চালানোর নির্দেশ, সালমান রহমানের অর্থায়নে আওয়ামী ক্যাডারদের দিয়ে জুলাই বিক্ষোভকারীদের ওপর হামলা, গণগ্রেপ্তার বিষয়ে হাসানুল হক ইনুর ফোনালাপ এবং আন্দোলনের শীর্ষ ছয় নেতার গ্রেপ্তার নিয়ে ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথন উঠে আসে।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে ১,৪০০ জন নিহত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়।
কারফিউ ও গণহত্যা পরিকল্পনা বিষয়ক সালমান–আনিসুলের কথোপকথনের সারসংক্ষেপ:
আনিসুল: হ্যালো, বলুন।
সালমান: আপনি ফোন করেছিলেন?
আনিসুল: হ্যাঁ, ফোন করেছিলাম। এখন বিষয়টা হলো, দুটি বিকল্প চিন্তা আছে।
সালমান: হ্যাঁ, বলুন।
আনিসুল: এক, আজ রাতেই কারফিউ দিয়ে আন্দোলনরতদের শেষ করে দেওয়া।
সালমান: হুম, বলুন।
আনিসুল: আরেকটা হলো—এটা এখন ফোনে
জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের সময়, গত বছরের ১৯ জুলাইয়ের আগে-পরে শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছিলেন—‘আজ রাতেই কারফিউ দিয়ে বিক্ষোভকারীদের শেষ করে দিন।’
এই নির্দেশের বিষয়টি কামাল পরবর্তীতে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জানান। পরে সেই গণহত্যার পরিকল্পনা ফাঁস হয়ে পড়ে। এ ঘটনায় সালমান ও আনিসুল হকের মধ্যে হওয়া টেলিফোন কথোপকথনের একটি অডিও রেকর্ড ‘আমার দেশ’-এর হাতে এসেছে।
