নাটোরে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আবদুস সালাম। তিনি নতুন যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন।
জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীই একমাত্র দল যারা ন্যায়ের পক্ষে, গণমানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। তাই তারা বিএনপি ও জাতীয় পার্টি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান অতিথি আবদুস সালাম বলেন, “নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী আজ জনগণের বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়েছে। আপনাদের যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শেষে নবযোগদানকারীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
