মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আরিফ মীর (৩০)। তিনি চরডুমুরিয়া গ্রামের খবির মীরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির স্থানীয় কমিটি গঠন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ মীর।
এ ঘটনায় অন্তত আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”







