রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) ভোরে এই দুটি স্থানে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাস দুটি আংশিকভাবে পুড়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, “মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট সহায়তা করে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসগুলোতে আগুন দিয়েছে। তবে ঘটনার কারণ ও পেছনের ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।







