রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে সম্পর্কেও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান জানান, “রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তায় বিস্ফোরণের চিহ্ন রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। নাশকতার উদ্দেশ্যে কেউ এই বিস্ফোরণ ঘটিয়ে থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় অস্থিরতা বা ভয় সৃষ্টির উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।







