রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। জানানো হয়েছে, ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে প্রেস উইং জানায়, কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ কয়েকটি ঘটনার বিষয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সঙ্গে সমন্বয় করে রাজধানীজুড়ে অভিযান জোরদার করেছে। একই সঙ্গে শহরের সব গির্জা ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার বলেছে, আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
