আগামী বছরের মার্চে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৯তম আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। নিলামের আগে শনিবার ‘রিটেইনড’ ও ‘রিলিজড’ খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১০টি দল মোট ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, যার মধ্যে ৭০ জনের আপাতত কোনো দল নেই। তালিকা প্রকাশের পর জানা গেছে, নিলামে কোন দলের হাতে কত বাজেট থাকবে। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে যাবে কলকাতা নাইট রাইডার্স—তাদের পকেটে রয়েছে প্রায় ৬৪ কোটি রুপি। সবচেয়ে কম বাজেট নিয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, মাত্র ২.৭৫ কোটি রুপি।
মিনি নিলামের আগে দলগুলোর হাতে থাকা টাকার পরিমাণ—
- কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি রুপি
- চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি রুপি
- সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি রুপি
- লখনউ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি রুপি
- দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি রুপি
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি রুপি
- রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি রুপি
- গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি রুপি
- পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি রুপি
- মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি রুপি
