ভারত-পাকিস্তান দ্বন্দ্বের রেশ ক্রিকেটে পড়েছে আগেই। দু’ দলের উত্তপ্ত লড়াই দেখা মেলে বাইশগজেও। প্রভাব পড়েছে দু’ দলের ফ্রাঞ্চাইজি লিগেও। যদিও ঢের এগিয়ে আছে আইপিএল, তবে পাঙ্গা দেয়ার চেষ্টা করছে পিএসএল।
আইপিএলকে টেক্কা দিতে পাকিস্তান সুপার লিগে যুক্ত হচ্ছে আরো দু’টি নতুন দল। গতকাল নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
দল বৃদ্ধির বিষয়ে নাকভি বলেন, ‘পিএসএল আরো বড় হচ্ছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছে।’
পিসিবি প্রধান আরো জানান, নতুন দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, টেকনিক্যাল প্রপোজাল জমা দেয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর।
জানা গেছে নতুন দু’টি দলের জন্য আগ্রহী বিডাররা হায়দরাবাদ, সিয়ালকোট, মুজাফরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি—এই শহরগুলোর মধ্য থেকে নির্বাচন করতে পারবেন।
বর্তমানে ৬ দলের অংশগ্রহণে হয়ে থাকে পিএসএল। বর্তমান ছয় ফ্র্যাঞ্চাইজি হলো- লাহোর কালান্দার্স, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পেশাওয়ার জালমি ও মুলতান সুলতান।
নতুন দু’টি দল যুক্ত হলে লিগটিতে মোট দলের সংখ্যা দাঁড়াবে ৮। ২০২৬ সালে পিএসএলের ১১তম মৌসুমে যুক্ত হবে নতুন দলগুলো।
আইপিএলের মতো আরো রোমাঞ্চকর করতে দল বাড়ানোর ওই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বর্তমানে ১০ দলের অংশগ্রহণে হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ধীরে ধীরে সে পথেই হাঁটছে পিসিবি।







