এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চোটমুক্ত হয়ে দলে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনের একমাত্র গোলেই কাবরেরার দল পেয়েছে এই মহার্ঘ জয়। ম্যাচের ১১তম মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাকিবের বাম দিক থেকে পাঠানো আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন তিনি।
যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের আর তাত্ত্বিক সম্ভাবনা নেই, তবুও জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ—২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের শুরুতে আক্রমণে কিছুটা সমস্যায় পড়েছিল স্বাগতিকরা। অন্যদিকে ভারত কয়েকবার ডি-বক্সে ঢুকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। গোল পাওয়ার পর বাংলাদেশ নিজস্ব ছন্দে ফিরলেও ২০ মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলে বিপদে পড়ে দল। তবে দৃঢ় প্রতিরোধে হামজা চৌধুরী হেড করে বল দূরে সরিয়ে দেন।
৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়রা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেও রেফারি তপু ও বিক্রমকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন।
প্রথমার্ধে দু’দলই আরও সুযোগ পেলেও স্কোরলাইন বদলায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভারত আক্রমণ বাড়ালেও গোল করতে পারেনি। ৭৮ মিনিটে তপু বর্মণের দূরপাল্লার শট ভারতের গোলকিপার ঠেকিয়ে দেন। ৮৩ মিনিটে ভারতের ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি।
গ্যালারিতে উপস্থিত থেকে দলকে উত্সাহ দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।







