কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় পুরো নগরীতে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আগামীকাল (২০ নভেম্বর) কান্দিরপাড় টাউনহল মাঠে মনিরুল হক চৌধুরী গ্রুপ এবং ইয়াছিন গ্রুপ পৃথক সমাবেশ আহ্বান করেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী তিন দিন আগে থেকেই টাউনহলে নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অনুমতি নিয়েছেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিত হাজী ইয়াছিনের পক্ষে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানও একই স্থানে সমাবেশের জন্য টাউনহল কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন।
এদিকে ইয়াছিনের সমর্থকরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাউন হলে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। একই স্থানে একই দিনে বিএনপির দুটি কর্মসূচি থাকায় নগরীতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, “মনিরুল হক চৌধুরীর কর্মসূচির অনুমতি আগে থেকেই নেয়া হয়েছে। আমরা চাই না কোনো অস্থিতিশীলতা তৈরি হোক। অন্য গ্রুপের সঙ্গে কথা বলছি—তারা যেন আগামীকাল সমাবেশ না করে। তারাও তো বিএনপি করেন।”
ইয়াছিনের অনুসারী শফিউল আলম রায়হান জানান, ১৮ নভেম্বর আবেদন জমা দেওয়ার সময় টাউনহল কর্তৃপক্ষ তাদের বলেনি যে ওই দিন অন্য কোনো কর্মসূচি রয়েছে। “আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করব। দোয়া মাহফিল সবার জন্য উন্মুক্ত কর্মসূচি। অন্য গ্রুপ কী করবে, আমরা জানি না,” বলেন তিনি।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসক যাদের অনুমতি দেবেন, তারাই সমাবেশ করতে পারবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, একটি পক্ষ ২০ ও ২১ নভেম্বরের জন্য আবেদন করেছে, আরেকটি পক্ষ ২০ নভেম্বরের জন্য আবেদন জমা দিয়েছে। “আমরা বলেছি, যেহেতু তারা একই দলের মানুষ, তারা যেন নিজেদের মধ্যে সমঝোতা করে সমাবেশের সময় ঠিক করে নেয়।”







