ফরিদপুরের সালথায় আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনার অভিযোগে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম শেখ আক্তার হোসেন (৫৫)। তিনি উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। রোববার সকাল ১১টার দিকে বাউসখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শেখ আক্তার হোসেন তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বাউল শিল্পী আবুল সরকারের গানের প্রসঙ্গ তুলে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় আলেমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।
ঘটনা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
