সিরাজগঞ্জের শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনকে (৪৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে নিজ ঘর থেকে পিয়ারার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই আলিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে আগের স্বামীকে তালাক দিয়ে পিয়ারা খাতুন আলিমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে আলিম স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
নিহতের বাবা হানিফ সরকার অভিযোগ করেন, আলিমের আগেও স্ত্রী ছিল। সে ব্ল্যাকমেইল করে পিয়ারাকে বিয়ে করে এবং বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে তাঁর মেয়ের কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়। বিয়ের পরও নির্যাতন চালাত এবং এসব নিয়ে বহুবার সালিশও হয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করব।
শাহজাদপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নিশ্চিত করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।







