কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা হেদায়েত উল্লাহ সবুজ ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এই যুগ্ম-আহ্বায়ককে সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদার প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। তার বিভিন্ন ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ১৫ মার্চ ফেনীর লালপুল এলাকায় র্যাব-৭ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ হেদায়েত উল্লাহ সবুজ ও তার তিন সহযোগীকে একটি সিএনজিসহ আটক করা হয়। পরে দলীয় সমালোচনার মুখে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় ভোটাররা অভিযোগ করেছেন, চিহ্নিত মাদক কারবারি ও বহিষ্কৃত ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় যুক্ত করায় ধানের শীষের প্রার্থীর প্রতি ভোটারদের আস্থায় প্রশ্ন তৈরি হয়েছে। তারা মনে করছেন, এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, নির্বাচনী প্রচারণায় এ ধরনের ব্যক্তিদের সম্পৃক্ততা ভোটারদের মনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে এবং রাজনৈতিক পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।







