মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে আয়োজিত এক সনাতনী সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দেশ বড় ধরনের সংকটে পড়বে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ চার দশক সংগ্রাম করা খালেদা জিয়া কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি— এমন মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যিনি হাসিমুখে কারাগারে গিয়েছিলেন, তিনি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। যথাসময়ে উন্নত চিকিৎসা পেলে আজ তার অবস্থা এ পর্যায়ে নেমে আসত না। তিনি জাতির বটবৃক্ষ; তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করেন, খালেদা জিয়ার কিছু হলে দেশের রাজনৈতিক স্থিতি ও নির্বাচনী পরিবেশ সংকটে পড়বে।
তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির অত্যাচার জনগণ প্রত্যক্ষ করেছে। এখন সাম্প্রদায়িক শক্তি সংগঠিত হয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আসন্ন নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের বিষয় নয়; এটি দেশের ভবিষ্যৎ, বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম।
রামকৃষ্ণ ভক্ত সেবা সংঘ জেলা শাখার সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, দুলাল দাস, মো. জসিম দেওয়ানসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।







