গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মোরসালিন শেখ (১৮)। শুক্রবার রাতের এই ঘটনা ঘটে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামে ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে।
সেলিম তালুকদার জানান, দীর্ঘদিন সিলেটে কাজ করার পর দুই দিন আগে তিনি বাড়িতে ফেরেন। শুক্রবার রাতে মোরসালিন তার বাড়িতে এসে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেয় এবং দাবি করে—ঢাকার কোতয়ালী থানায় তার নামে মামলা হয়েছে, যা মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। সেলিম এতে আপত্তি জানালে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি জানতে পারেন এবং পরে মোরসালিনকে গণধোলাই দিয়ে আটকে রাখা হয়। পরে তার পরিবারের সদস্যরা ক্ষমা চেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
অভিযুক্ত মোরসালিন ফোনে দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি; বরং একজন তাকে জানিয়েছিল সেলিম নাকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাই তিনি সতর্ক করতে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রদলের কোনো পদে নেই বলেও জানান।
ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লাবিব হাসান বলেন, মোরসালিন ছাত্রদলের সদস্যও নন। অতীতে তিনি ছাত্রলীগ করতেন, পরে কিছুসময় ছাত্রদলের মিছিল–সমাবেশে অংশ নিতেন মাত্র। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







