অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আগের তুলনায় কিছুটা ভালো।
রোববার রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তার ভূমিকা ও ত্যাগের কথা বিবেচনায় দেশবাসীর মতো আমিও তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে—গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থির রয়েছে এবং সামান্য উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। চিকিৎসকদের প্রত্যাশা, আগামী দিনে তার শারীরিক পরিস্থিতি আরও ভালো হবে।







