ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ–সংক্রান্ত দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম সোমবার বেলা ১১টায় এই রায় ঘোষণা করেন।
রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। শেখ রেহানাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি হিসেবে প্রভাব খাটিয়ে মা শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। দুদক জানায়, রেহানার নামে ১০ কাঠার প্লট অনুমোদনে দুর্নীতি করা হয়েছিল। এ মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিবের প্লট বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তাঁদের আসামি করা হয়নি।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে সকাল থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। বিবিসি, স্কাই নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
দুদক গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবারটির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত শুরু হওয়ার পর সমালোচনার মুখে গত ১৪ জানুয়ারি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতিবিষয়ক মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।
রায় ঘোষণার পর আদালত এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয় বলে জানা গেছে।
