টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মার একটি ব্রাঞ্চকে ভোক্তা অধিকার অধিদপ্তরের ২ লাখ টাকা জরিমানার ঘটনায় জামায়াতের ঢাকা–১৬ আসনের এমপি প্রার্থী ও কর্ণেল (অব.) আব্দুল বাতেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে পড়েছে। অনলাইনে দাবি করা হচ্ছে, তিনি ওই ব্রাঞ্চের স্বত্বাধিকারী। তবে বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন কর্ণেল বাতেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার পরিচালিত প্রতিষ্ঠান মিরপুর–১২ নম্বর লাজ ফার্মাকে উদ্দেশ্য করে বিভিন্ন পেজ ও গ্রুপে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, নকল ওষুধ বিক্রির অভিযোগে যে ব্রাঞ্চটিকে জরিমানা করা হয়েছে, সেটা টাঙ্গাইলের শাখা—মিরপুর–১২ নয়। সংবাদে এ তথ্য স্পষ্টভাবে দেওয়া থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কর্নেল বাতেন জানান, লাজ ফার্মার সারাদেশে ৯২টি শাখা রয়েছে। মিরপুর–১২ শাখাটি তিনি ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালনা করেন। টাঙ্গাইলের ঘটনাটির সঙ্গে তার পরিচালিত শাখার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়ানো উদ্বেগজনক এবং সমালোচনা করতে হলেও ন্যূনতম তথ্য জ্ঞান থাকা প্রয়োজন।
গত রবিবার (৩০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের লাজ ফার্মা ব্রাঞ্চে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত হয় এবং নকল ওষুধ বিক্রির দায়ে জরিমানা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে “মিরপুরের লাজফার্মাকে জরিমানা” এবং “স্বত্বাধিকারী কর্ণেল বাতেন” শীর্ষক বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে—যা ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
