রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন পাটোয়ারী ওই গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ‘মেড ইন জার্মানি’ লেখা ছয়–শর্টের একটি বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের গ্রেপ্তার–সংক্রান্ত খবর পেয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, অস্ত্রসহ তার গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি মো. মামুদুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা আলাউদ্দিনকে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং কীভাবে তা আলাউদ্দিনের কাছে এল—সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।






