ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ, মতিঝিল ও গুলশানসহ বিভিন্ন বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৩ কর্মকর্তা নতুন দায়িত্বস্থলে কর্মরত থাকবেন। নির্দেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এ ছাড়াও, একই দিনে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আরেকটি আদেশে উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
