মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তে সুকিরাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে গরু চরানোর সময় সীমান্ত খুঁটি ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫–এর কাছাকাছি এলাকায় তিনি গরু আনতে গিয়ে ভুলক্রমে ভারতের হিরাছড়া বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পিঠে গুলি লাগলে সুকিরাম মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ফারহানা জেরিন তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে পিঠে গুলির স্পষ্ট চিহ্ন ছিল বলে চিকিৎসক জানান।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধীনস্থ এ সীমান্তে এ ধরনের গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
