ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি কোন প্রেক্ষাপটে ভারতে এসেছেন, সেই বাস্তবতা তার পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এক আলোচনায় তিনি জানান, ভারতে থাকা–না থাকা সম্পূর্ণই শেখ হাসিনার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
শেখ হাসিনার ইচ্ছানুযায়ী ভারতে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন, সেটিই তার ভবিষ্যত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নিজেরই।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনেকের অভিযোগ রয়েছে যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। নির্বাচন নিয়ে আপত্তি থাকলে প্রথম কাজ হওয়া উচিত নতুন করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সবসময় চায় প্রতিবেশী রাষ্ট্রেও জনগণের সত্যিকারের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক। বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে তিনি আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, দ্বিপাক্ষিক বিষয়ে তারা ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব অবস্থান নেবে—এমন প্রত্যাশা ভারতের।







