চাঁদপুর-৫ (হাজিগঞ্জ–শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, “মুসলমানরা ন্যূনতম ইমানি চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব।”
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় হিন্দু ভোটারের তুলনায় মুসলিম ভোটার কয়েকগুণ বেশি। মুসলমানরা ইমানি চেতনায় অবিচল থাকলে তিনি জয়ী হবেন বলেও দাবি করেন।
নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভুল শিক্ষার কারণে যুবসমাজ কোরআন-সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে। খেলাফতভিত্তিক ব্যবস্থা কায়েম হলে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সমাজে অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। সঠিক শিক্ষার অভাব দূর করতে এবং রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই তাঁদের লক্ষ্য।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।







