পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।
শুক্রবার বিকেলে নিমদি লঞ্চঘাট বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে শহিদুল আলম তালুকদার বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। গতকাল পর্যন্ত তিনি দলের কোনো পদেও ছিলেন না। তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্তটি হাইকমান্ড পুনর্বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি পটুয়াখালী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, বর্তমান পরিস্থিতিতে ধানের শীষের বিপরীত প্রার্থী বেশ শক্তিশালী। এমন অবস্থায় বিএনপির জন্য একজন দানশীল ও জনবান্ধব প্রার্থী প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারকে তিনি অত্যন্ত মহানুভব ও যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করেন।
হাজী পলাশ আরও বলেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলার মুখে থেকেও আন্দোলন চালিয়ে গেছেন—তারাই বিএনপির প্রকৃত শক্তি। নেতৃত্ব নির্ধারণে তৃণমূলের মতামতকে মূল্য দেওয়া জরুরি।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে তারা সবাই জাতীয় নির্বাচনের আগে দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







