কালিয়াকৈরে গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার বিকেলে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল বের করলে হঠাৎ দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে আহত ১০ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাক সিদ্দিকীর অভিযোগ, গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ জমে ছিল। সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়। তিনি দাবি করেন, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরাই তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিএনপি মজিবুর রহমানকে গাজীপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করে। এই আসনে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।







