ঢাকা-৭ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন তারেক এ আদেল। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা পুরান ঢাকায় পরিচিত মূলত তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে। তারেক আদেলের পিতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল এরশাদের আমলে ঢাকার মেয়র ছিলেন এবং কয়েকবার সংসদ সদস্যও নির্বাচিত হন। স্বাধীনতার আগে তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং অবিভক্ত পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
জাহাঙ্গীর আদেল সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০০০ সালের ১৪ আগস্ট ঘটনার কারণে। পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে আরমানিটোলার নিজ বাসায় পাকিস্তানের পতাকা উত্তোলন করেন তিনি ও তার সন্তানরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদ জানালে বাসা থেকে গুলি ছোড়া হয়। এতে নিহত হন আওয়ামী লীগ কর্মী কামাল হোসেন। ঘটনার পর জাহাঙ্গীর আদেল ও তার পরিবারের বিরুদ্ধে মামলাও হয়।
এনসিপি জানিয়েছে, তাঁদের প্রার্থী নির্বাচনে তারা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের সামনে আসার সুযোগ দিচ্ছে। দলটির মতে, এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।







