রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত সাকিবুল হাসান রানা চার দিন আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বুধবার মারা গেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে ছাত্রাবাসে মাদক সেবন ও এর নিয়ন্ত্রণ কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা, হৃদয় আহমেদ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত। তাদের রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় ছাত্রাবাসে থাকতেন। হলের শিক্ষার্থীদের দাবি, তরুণ–সেলিম গ্রুপের সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছেন এবং তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও বহিরাগতদের নিয়ে অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, এই সব অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হতে হয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে হয়রানি করা হয়। অভিযোগ রয়েছে, ভর্তি থেকে শুরু করে ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদলের সংশ্লিষ্টতা রয়েছে।
