জামায়াত আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত ও নারীদের প্রতি অবমাননাকর আচরণের বাড়তি প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য, নারীর সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই ব্যবহার করে মানুষকে হেনস্তার ঘটনা বেড়েছে, যা দেশের সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে ধর্মীয় পরিচয়ধারী কেউ যখন এমন আচরণে লিপ্ত হন, তা আরও দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনো শত্রুতার কারণ হতে পারে না। ইসলামের নির্দেশনা অনুযায়ী একজন মুমিন কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারেন না। তিনি কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জানান, মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলা, ভদ্রতা ও যুক্তি দিয়ে মতামত উপস্থাপন করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমানের কিংবা সভ্য নাগরিকের আচরণ হতে পারে না। অনলাইনেও শালীনতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন— প্রত্যেকটি শব্দই আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে; তাই ঘৃণা নয়, যুক্তি ও শালীনতা দিয়েই সমাজ গড়ে তোলা উচিত।







