সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন। বুধবার দুপুর আড়াইটার পর তারা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি কার্যত সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।
সন্ধ্যা সাড়ে ছয়টার পরও অর্থ উপদেষ্টা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের গেটে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী জড়ো হয়ে হাতে মাইক নিয়ে তাদের দাবি জানাচ্ছেন। তারা স্লোগান দিতে দিতে অন্যান্য কর্মচারীদেরও একত্রিত করছেন। পরিস্থিতি মোকাবিলায় গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্ত্রণালয়ের তিন নম্বর তলায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা জানান, তাদের ভাতা সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি না করা পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। তারা দাবি করেন, সচিব বাইরে যাওয়ার চেষ্টা করলেও দাবি না মানা পর্যন্ত তাকে যেতে দেওয়া হবে না, এমনকি পুলিশ প্রটেকশনেও নয়।
আন্দোলনকারীরা আরও বলেন, আগে রেশন সুবিধার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলে তিনি আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণাও বাস্তবায়ন হয়নি। নতুন পে-কমিশন গঠন করা হলেও তা বাস্তবায়ন হবে না বলে উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন। সব মিলিয়ে জমে থাকা ক্ষোভের কারণেই তাদের আজকের অবরোধ কর্মসূচি।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি চলছে।
