রাজশাহী নগরীর আলীমগঞ্জ পূর্বপাড়ায় পর্বশত্রুতার জেরে মো. শান্ত (২৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শান্ত আলীমগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন বলে সংগঠনের এক নেতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শান্তকে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরের বহু স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে এটি পর্বশত্রুতা থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






