সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ক্ষমতা দেয়ার মালিক জনগণ নয়, আল্লাহ। তিনি দাবি করেন, আল্লাহ চাইলে ক্ষমতা জামায়াতে ইসলামীর হাতেও যেতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে তিনি এ কথা বলেন। বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, গুম–পঙ্গুত্ব–আহত ও নিহত পরিবারের সদস্যরা।
ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, দাঁড়িপাল্লা এমন প্রতীক যা দুনিয়া ও আখেরাত—দুই জায়গাতেই থাকবে। তার ভাষায়, পৃথিবীতে কোনো শক্তি নেই এই ‘মিজান’কে আটকে রাখার মতো। তিনি বলেন, যারা মনে করেন জামায়াতের জনপ্রিয়তা কমে যাচ্ছে, তারা ভুল করছেন। প্রথম আলোর জরিপের সমালোচনা করে তিনি দাবি করেন, ক্ষমতা কে পাবেন তা জনগণ বা কোনো গণমাধ্যম নয়, আল্লাহ নির্ধারণ করেন।
তিনি জানান, ১৭ বছর ধরে ‘মিথ্যা’ শুনতে শুনতে তার কানে প্রভাব পড়েছে, তাই জোরে কথা বলতে হয়। তার দাবি, সত্য কথা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে তার কণ্ঠ আল্লাহ আরও শক্তিশালী করুন—এ প্রার্থনা তিনি সবসময় করেন।
ভোটের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং তিনিই যাকে ইচ্ছা ক্ষমতা দেন। শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালে কেউ কল্পনা করেনি তিনি এভাবে দেশ ছাড়বেন, অথচ আল্লাহর ইচ্ছাতেই তা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কেউ যদি বিকল্প দেখাতে না পারেন, তাহলে ইসলামের পক্ষে অবস্থান নেয়াই কর্তব্য। এ অবস্থায় জামায়াতে ইসলামীকে ভোট দেয়া ফরজে কেফায়া বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রশিবিরকে ‘বট বাহিনী’ বলা নিয়ে সমালোচনার জবাবে তিনি দাবি করেন, তাকে হত্যার জন্য ৩০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, অথচ সমালোচকরা এটি উল্লেখ করেন না। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে দুর্নীতি বা অন্যের হক নষ্ট করা সম্ভব নয়। ১৯৭২–৭৫ সালে ইসলাম না থাকায় নারীদের নিরাপত্তাহীনতা ছিল—এমন দাবিও করেন তিনি।
তার মতে, ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের নারীরা যেকোনো সময়ে নিরাপদে বাইরে যেতে পারবেন, আর ভারত তা চায় না।







