বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী একটি বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ভোলা জেলা বিএনপির এক নেতার ভাইসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে নৌ–পুলিশ। বুধবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদীসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌ–পুলিশ জানায়, তেতুলিয়া নদীপথ দিয়ে প্রতিদিন শতাধিক বালু, সিমেন্ট, পাথর ও কয়লা পরিবহনকারী বাল্কহেড চলাচল করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে প্রতিদিন নিয়মিত ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছিল। চাঁদা না দিলে জেলেদের ও বাল্কহেড মালিকদের ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া এবং নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার আলটিমেটামও দিত তারা।
এ ঘটনায় আটক হওয়া পাঁচজন হলেন—ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবদুর রহমান (খান সাহেব হাজারী)–এর ছোট ভাই জাকির হোসেন, একই ইউনিয়নের রাছেল, আলামিন, হোসেন ও নিরব। তাদের বিরুদ্ধে বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭, তারিখ ১০-১২-২০২৫, ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।
কালীগঞ্জ নৌ–পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে ধাওয়া করে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও নগদ ৬ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে তিনি জানান।






