চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)–এর একটি দল তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক থ্রিডি ডিজাইন ও প্রিন্টিং প্রতিযোগিতা CezeriFest 2025–এ বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের মাধ্যমে আবারও বৈশ্বিক মঞ্চে নিজেদের সক্ষমতার প্রমাণ দিল বাংলাদেশের তরুণ উদ্ভাবকেরা।
তুরস্কে আয়োজিত এই প্রতিযোগিতার মূল থিম ছিল “Design to Remove Barriers”, যার উদ্দেশ্য ছিল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ-প্রবেশযোগ্য প্রযুক্তিনির্ভর উদ্ভাবন তৈরি করা। বিশ্বব্যাপী অসংখ্য শিক্ষার্থী ও উদ্ভাবক এতে অংশ নেন। সব প্রতিযোগিতা পর্ব শেষে ৮টি দেশের ১০টি দল চূড়ান্ত পর্বে জায়গা পায়—বাংলাদেশ, পাকিস্তান, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, ভুটান, কেনিয়া ও ভারত।
চুয়েট দলের প্রতিনিধিত্ব করেন দুইজন ফাইনাল ইয়ারের শিক্ষার্থী—
মিনহাজুল ইসলাম মেহেদী, বিভাগ: মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
জাবের আহসান ভূঁইয়া, বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
প্রতিযোগিতায় আলজেরিয়া প্রথম স্থান অর্জন করে, বাংলাদেশ দ্বিতীয় এবং মঙ্গোলিয়া তৃতীয় হয়। ফিলিস্তিন দলকে বিশেষ ‘Solidarity Honour’ প্রদান করা হয়।
বিশ্বমঞ্চে চুয়েট দলের এই অর্জন বাংলাদেশের প্রযুক্তিক্ষেত্রে নতুন গৌরব যোগ করেছে এবং ভবিষ্যৎ উদ্ভাবনে তরুণ প্রকৌশলীদের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
