পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী এটর্নি জেনারেল মু. মুজাহিদুল ইসলাম শাহিনকে। তিনি বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা এবং উপজেলা জামায়াতে ইসলামের আমীর ইসহাক মাওলানার ছেলে।
বুধবার রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির ১২৫টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রজীবনে শাহিন বাংলাদেশ ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আইন পেশায় যুক্ত হন এবং জামায়াতে ইসলামের মূলধারার রাজনীতিতে আর সক্রিয় থাকেননি। বর্তমানে তিনি এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহিন বলেন, বাউফলের মানুষের উন্নয়নই তার প্রধান অঙ্গীকার। তিনি স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা, ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মেধাবী ও পরিশ্রমী মানুষদের সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে কাজ করবেন।







