ইরান তেহরানে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন করছে। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে সরাসরি অংশ নেবে চীন ও রাশিয়া।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, সীমান্ত উত্তেজনা, নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা নিরসনের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আগের দোহা, ইস্তাম্বুল বা জেদ্দায় হওয়া আলোচনার তুলনায় এবারের বৈঠকটি ভিন্ন মাত্রা পাচ্ছে, কারণ এতে প্রথমবারের মতো চীন ও রাশিয়া সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকছে।
সূত্র মতে, পাকিস্তান-আফগান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, শরণার্থী ইস্যু এবং আঞ্চলিক স্থিতিশীলতা আলোচনার মূল এজেন্ডায় থাকবে। একই সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার ও পারস্পরিক আস্থার সংকট কমানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অংশ হিসেবে ইরান এই বৈঠকের উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।
