ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে গতকাল (১২ ডিসেম্বর ২০২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। অপারেশনের পর চিকিৎসা পরিচালনার জন্য মেডিকেল টিম বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি রয়েছে এবং শরীরে রক্তের সমস্যার কিছু অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন প্রটেকশন প্রটোকল অনুসরণ করে অন্যান্য সমর্থন ব্যবস্থা চালু রয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। হার্ট রেট কমলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার সংযোগের প্রস্তুতি রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, ইউরো সার্জারি ও অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসক এবং সহায়ক স্টাফদের হিরোইক কাজে মেডিকেল বোর্ড ধন্যবাদ প্রকাশ করেছেন।
মেডিকেল টিম এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিনীতভাবে প্রার্থনা চাওয়া হয়েছে এবং অনুরোধ করা হয়েছে হাসপাতালে অযথা ভিড় না করার, অনুমান বা ভুল তথ্য প্রচার না করার এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য।
ডা. মো: জাফর ইকবাল, সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর, আইসিইউ ও এইচডিইউ, এভারকেয়ার হাসপাতাল, জানান, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে হাদীর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে এবং সকলের দোয়া কামনা করা হচ্ছে।
