নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দলের একটি সভায় না যাওয়াকে কেন্দ্র করে পাঁচ যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার দিনগত রাতে ফতুল্লার শিহাচর খাঁ বাড়ি এলাকার একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে বিএনপি নেতা লাভলুর ভাতিজা রেজাউদ্দিন জিম (২০), তার বন্ধু সিয়াম (২০) ও মাহফুজ (২২)। অপর দুই আহতের নাম জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়ামের বড় ভাই সিপু অভিযোগ করে জানান, স্থানীয় হৃদয় ও নাদিম নামের দুই ব্যক্তি নিজেদের কৃষক দলের নেতা পরিচয় দিয়ে শুক্রবার সন্ধ্যায় তক্কার মাঠ এলাকায় অনুষ্ঠিত একটি দলীয় সভায় যোগ দিতে জিম ও তার বন্ধুদের চাপ দেন। তবে তারা সভায় না গিয়ে শিহাচর খাঁ বাড়ি এলাকার খেলার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। এ খবর পেয়ে হৃদয় ও নাদিমের নেতৃত্বে একদল যুবক তাদের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর হামলাকারীরা আহতদের মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







