প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তার স্ত্রী, সন্তান ও ভাইবোন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। নির্বাচনের প্রাক্কালে তারা তাকে আরও সতর্ক থাকতে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। তবে নিজে ভয় পান না বলে উল্লেখ করেন শফিকুল আলম।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, দায়িত্ব গ্রহণের ১৬ মাস পূর্ণ হয়েছে। মানসিকভাবে লেখার অবস্থায় ছিলেন না। তবে আগের দিনের নৃশংস গুলিবর্ষণের ঘটনার পর ওসমান হাদি তার ভাবনায় ও দোয়ায় রয়েছেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের সময় সর্বত্র অসংখ্য ‘হাদি’কে দেখেন তিনি। তার ভাষায়, দেশের রাজনীতির নেতৃত্বে উঠে এসেছে এক নতুন প্রজন্ম, যারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে; যদিও তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।
প্রেস সচিবের বক্তব্য, যতদিন এই প্রজন্ম নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে অস্বীকার করবে, ততদিন ভয় বা হতাশার কোনো কারণ নেই। আনাসের উদাহরণ টেনে তিনি বলেন, শহীদ হওয়ার আগে মায়ের কাছে লেখা চিঠির মতো অঙ্গীকার নিয়েই তরুণরা দেশকে সঠিক পথে না নেওয়া পর্যন্ত থামবে না।
শফিকুল আলম বলেন, তিনি বিশ্বাস করেন— আগামী দশকগুলোতেও বাংলাদেশ পথ হারাবে না। সামনে বাধা ও চ্যালেঞ্জ আসবে, দেশি-বিদেশি শক্তি সাময়িকভাবে অগ্রযাত্রা থামানোর চেষ্টা করতে পারে। তবে এই তরুণরা ভয় পায় না এবং তারা গন্তব্যে পৌঁছাবেই।
জুলাই ও আগস্টে নিহতদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপের মতো অনেককে হারাতে হয়েছে। দীর্ঘ আন্দোলনে আবরার ফাইয়াজকেও হারানো হয়েছে। তবুও চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য হাদি ও নাবিলা— যারা ভয় পায় না। “আমিও ভয় পাই না,” বলেন তিনি।





