লালমোহন উপজেলার আওয়ামী লীগের সাবেক নেতা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জুলফিকার মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। সম্প্রতি মেজর (অব.) হাফিজের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
জুলফিকার মিয়া লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, ক্ষমতার সময় মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও দমন–পীড়নের সঙ্গে জড়িত অভিযোগ থাকা ব্যক্তিদের অন্য রাজনৈতিক দলে আশ্রয় দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে, যা গণতান্ত্রিক ও রাজনৈতিক নৈতিকতার জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।







