ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন হামলাকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল ও আলমগীর নামের দুই ব্যক্তি ঘটনার দিনই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়।
হোসাইন শাহিদ বলেন, হামলার পর তারা প্রথমে একটি প্রাইভেট কারে রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর পাড়ি দেয়। এরপর গাজীপুর থেকে ময়মনসিংহে প্রবেশ করে গাড়ি পরিবর্তন করে। পরবর্তী সময়ে তারা আরেকটি প্রাইভেট কারে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায়।
সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলযোগে তারা ভুটিয়াপাড়া সীমান্তে যায়। ওই স্থানীয় ব্যক্তিকে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে সীমান্ত এলাকায় তাদের সহযোগিতায় থাকা আরও দুইজনকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সীমান্তে পৌঁছানোর পর ওই দুই হামলাকারীকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং সীমান্তের ওপারে আগে থেকে অপেক্ষমাণ আরেকজন ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হামলার পর থেকেই অভিযুক্তদের ধরতে দেশব্যাপী অভিযান চালানো হলেও সীমান্ত পার হয়ে যাওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।







