অস্ট্রেলিয়ার একটি সৈকতে সাম্প্রতিক হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হঠাৎ আক্রমণাত্মক আচরণ করলে সাদা টি-শার্ট পরা আরেক ব্যক্তি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ন্ত্রণে নেন এবং তার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, হামলাকারীর নাম নাভীদ আকরাম এবং তিনি পাকিস্তানি নাগরিক। একই সঙ্গে কিছু পোস্টে তাকে ‘মোসাদ এজেন্ট’ হিসেবে উল্লেখ করা হলেও এ ধরনের দাবির কোনো সরকারি বা স্বাধীন সূত্রভিত্তিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা পেছনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ভিডিওতে হামলাকারীকে সাহসিকতার সঙ্গে প্রতিহত করা ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ বলে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। তিনি সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে বসবাসকারী একজন দোকানদার বলে দাবি করা হচ্ছে। পোস্টগুলোতে বলা হয়, ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ দুই সন্তানের বাবা এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে হামলাকারীকে নিরস্ত্র করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই আহমেদ আল আহমেদের সাহসিকতার প্রশংসা করছেন এবং তাকে অস্ট্রেলিয়ার একজন বীর হিসেবে উল্লেখ করছেন।







